টুডে সিলেট ডেস্ক :: জাতীয়তাবাদী যুবদলের সিলেট জেলা ও মহানগর কমিটিকে বাতিলের দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে পদবঞ্চিত যুবদলের নেতাকর্মীরা।
রোববার (২৯ সেপ্টেম্বর ) সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকায় সিলেটের আম্বরখানা এলাকা থেকে চৌহাট্রা পর্যন্ত বিক্ষোভ মিছিল করে তারা। চৌহাট্রা পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত যুবদলের নেতারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে কমিটি বাতিল করে, ত্যাগী ও দলের সাহসীদের দিয়ে কমিটি গঠনের দাবি করে আল্টিমেটাম দেয়।
তারা বলেন, এই কমিটিতে দলের ত্যাগীদেরকে অমূল্যায়ন করা হয়েছে, দলের কর্মীদেরকে বাদ দিয়ে টাকার বিনিময়ে আওয়ামীলীগ যুবলীগ নেতাদের দিয়ে গঠন হয়েছে জেলা মহানগর যুবদলের কমিটি। আমরা এই কমিটি বাতিল চেয়ে দীর্ঘদিন থেকেই রাজপথে আছি, আমরা আমাদের পক্ষ থেকে যুবদলের কেন্দ্রীয় কমিটি ও সিলেটের বিএনপির সিনিয়র নেতাদের এই বিষয়টি অবগত করেছি, যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আমাদেরকে আস্বস্ত করেছে এই বিষয় নিয়ে তারা দ্রুতই একটি ব্যবস্থা নেবে।
এসময় উপস্থিত ছিলেন, যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য উমেদুর রহমান উমেদ, ওসমান গনী, এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা, মস্তফা কামাল ফরহাদ,করোনাময় সিংহ,জামাল আহমদ খান,তারেক আহমদ, নজরুল ইসলাম,টিপু আহমদ,ফাহিম আহমদ,মুস্তাফিজুর রহমান নওশাদ ,কাউসার মাহমুদ,আরাফাত এলাহী বাবু,মুহিব চৌধুরী,আব্দুল গনি,হাবিবুল বাসার হাবিব,এনামুল হক,রাশেদ আহমদ,সায়িদ খান,জয়নাল আহমদ,সুহেল আহমদ,দিলোয়ার হোসেন ,মারুফ আহমদ অনিক,মুন্না আহমদ,সাজা আহমদ,আজাদ আহমদ প্রমুখ।