২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

add

৬ বছর পর ইনিংস ব্যবধানে হারল নিউজিল্যান্ড

todaysylhet.com
প্রকাশিত ২৯ সেপ্টেম্বর, রবিবার, ২০২৪ ২৩:১৩:৩১
৬ বছর পর ইনিংস ব্যবধানে হারল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক :: ইনিংস ব্যবধানে হারতে কেমন লাগে, সেটা যেন ভুলেই যেতে বসেছিল নিউজিল্যান্ড। ৬ বছর পর তাদের সেই তেতো স্বাদ দিল শ্রীলঙ্কা। গলে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১৫৪ রানে জয় পেয়েছে স্বাগতিকরা।

 

ফলে দুই টেস্টের সিরিজ নিউজিল্যান্ডকে ধবলধোলাই হতে হলো শ্রীলঙ্কার কাছে। শ্রীলঙ্কার রানের (৬০২) পাহাড়ে চাপা পড়া কিউইদের প্রথম ইনিংস মূলত ৮৮ রানে গুটিয়ে গিয়েছিল প্রভাত জয়সুরিয়ার ঘূর্ণিতে। ফলো অনে পড়া নিউজিল্যান্ড ৫১৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল।

 

এরপরও টিম সাউদির দল খুব একটা ভালো ব্যাটিং করতে পারেনি। দ্বিতীয় ইনিংসে ধস নামিয়েছেন আরেক স্পিনার নিশান পেরিস। অভিষেক টেস্টেই ফাইফারের দেখা পেয়েছেন তিনি। ১৭০ রান খরচে শিকার করেছেন ৬ উইকেট। নিউজিল্যান্ডও গুটিয়ে যায় ৩৬০ রানে। সর্বোচ্চ ৭৮ রান এসেছে গ্লেন ফিলিপসের ব্যাট থেকে। এছাড়া মিচেল স্যান্টনার ৬৭, টম ব্লান্ডেল ৬০ রান করেন। ৫ উইকেটে ১৯৯ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করেছিল সফরকারী।

 

লঙ্কানদের হয়ে ১৮২ রানের অপরাজিত ইনিংস খেলায় ম্যাচসেরা হয়েছেন কামিন্দু মেন্ডিস। এছাড়া দুই টেস্ট মিলিয়ে ১৮ উইকেট শিকার করে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন জয়সুরিয়া।