জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জে বৈরী আবহাওয়া অপেক্ষা করে বৃষ্টিতে ভিজে এসএসসি পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। মিছিলে উপজেলার বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীর উপজেলা কমপ্লেক্সে এসে মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করে। পরবর্তীতে তারা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি দেন।
সোমবার দুপুর ১২টায় 'এসএসসি-২৫ পরীক্ষার্থী'র ব্যানারে জকিগঞ্জের সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের সামনে থেকে মিছিল শুরু করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ের আঙ্গিনায় এসে সংক্ষিপ্ত পথসভা করে।
শিক্ষার্থীরা জানায়, কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলন পর্যন্ত এক মাস ক্লাস বন্ধ ছিল। আমাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে। নতুন সরকার আসার পর বার্ষিক পরীক্ষার নতুন সিলেবাস দেওয়া হয়েছে। সিলেবাস অনুযায়ী ১৪টি বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু দুই মাসে পূর্ণ নম্বরের সিলেবাস সম্পন্ন করা আমাদের জন্য খুবই কষ্টকর। তাছাড়া দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, বন্যা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ঘটনা মোকাবেলা করে সর্ম্পূণ সিলেবাস পরীক্ষার প্রস্ততি নেওয়া সম্ভব হচ্ছে না। জাতীয় নির্বাচনের কারণে দুই মাস পড়াশোনার ক্ষতি হয়। এরপর থেকে আবার কোটা আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বন্যা। সব মিলিয়ে বাকি ৪ মাসে পুরো সিলেবাস শেষ করা সম্ভব না। এসব কারণে সব বোর্ডে সংক্ষিপ্ত সিলেবাস এবং ৫০ নম্বরে পরীক্ষা নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।
এ সময় তারা জানান, আমরা অন্তবর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার কাছে সংক্ষিপ্ত সিলেবাস এবং ৫০ নাম্বরে পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি। দুই মাসে কীভাবে আমরা সিলেবাস সম্পন্ন করব? তাই সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে আন্দোলন করছি। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। তাই আজ জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের দাবী পেশ করেছি।
বিক্ষোভ মিছিলে জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সীমান্তিক ইন্টারন্যাশনাল স্কুল, হাফিজ মজুমদার বিদ্যানিকেতন, গোলাম মোস্তাফা একডেমী, সজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন, আলোর মেলা আইডিয়াল স্কুল এন্ড কলেজ, জোবেদআলী মাধ্যমিক বিদ্যালয়, এমআর মজুমদার বিদ্যানিকেতন সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com