জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার জায়ফর নগর ইউনিয়নের ভোগতেরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ জুলাই এবং ৩ ও ৪ আগস্ট জুড়ী শহরে কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। তিন দিনই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। বিশেষ করে ৩ আগস্ট শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মিছিল বের করলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেন। একপর্যায়ের তাদের হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
এ ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে ২৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তারেক মিয়া বাদী হয়ে মামলা করেন। এ মামলায় শেখরুল ইসলামকেও আসামি করা হয়।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com