নিজস্ব প্রতিবেদক :: সিলেটে চাত্র-জনতার আন্দোলনের সময় নিহত সাংবাদিক আবু তাহের মো. তোরাবের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের-এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।
বুধবার (২ অক্টোবর) বিকালে মহানগরের যতরপুরে তোরাবের বাসায় যান তিনি।
সাক্ষাৎকালে তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। একই সাথে হত্যাকান্ডের সাথে জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের-এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, মানবতার স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় কাজ করবে। নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার কিছু সময় নেবে, এখনো কিছু বলা যাচ্ছে না। রাজনৈতিক প্রেক্ষাপটে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজন হলে জামাতে সাথে এক হয়ে কাজ করবো।
তিনি আরও বলেন, শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। মানুষ এখনো মুক্তি পায় নি। আমরা চাই জুলুম নির্যাতন থেকে মানুষ মুক্তি পাক।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com