ধর্মপাশা প্রতিনিধি :: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- শিমেরখাল গ্রামের দিনমজুর এমারুল মিয়া (৫৫), তার স্ত্রী পলি আক্তার (৪৫), শিশুসন্তান পলাশ (৯), ফরহাদ (৭), ফাতেমা বেগম (৫) ও ওমর ফারুক (৩)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১২ টার পরে শিমেরখাল আশ্রায়ন প্রকল্পের একটি ঘরে আগুনের সূত্রপাত হয়।
এসময় ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন এমারুল, তার স্ত্রী ও চার সন্তান। পাশের ঘরের লোকজন আগুনের ধোঁয়া দেখে চিৎকার করতে থাকে। কিন্তু ভেতর থেকে এমারুল ও তার পরিবারের কারও সাড়া মিলেনি। পরে পুলিশ ও স্থানীয়রা ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে ভেতরে ৬ জনের দগ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ধর্মপাশার ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, আগুন কীভাবে লেগেছে, তা এখনই বলা সম্ভব নয়।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com