বিয়ানীবাজার প্রতিনিধি :: বিয়ানীবাজার-চন্দরপুর সড়কের বেজগ্রাম-তিলপাড়া অংশের ৪৫০ মিটার সড়ক সংস্কারের ধীর গতিতে ভোগান্তি পোহাচ্ছে তিন উপজেলার লক্ষাধিক মানুষ। সড়কের অর্ধেক অংশের আরসিসি ঢালাইয়ের কাজ শেষ হলেও ধীর গতিতে চলছে অপর অংশের কাজ যার ফলে বৃষ্টিতে পানি জমে চলাচল অনুপযোগী হয়ে উঠেছে সড়কের এক অংশ। এ ছাড়াও সঠিক তদারকি না থাকার কারনে প্রতিদিন দীর্ঘ যানজট তৈরি সহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন যাত্রী সহ কয়েক লাখ সাধারণ মানুষ।
সরেজমিনে সড়কটি ঘুরে দেখা যায়, দীর্ঘ যানজটে ভোগান্তি পোহাচ্ছেন তিন উপজেলার মানুষ। গোলাপগঞ্জ বিয়ানীবাজার সহ মৌলভীবাজারের বড়লেখার লক্ষাধিক মানুষ প্রতিদিন ভাঙা অংশ দিয়ে যাতায়াত করেন যেখানে সামান্য বৃষ্টিতে সড়কের বড় বড় গর্তগুলো পানিতে ভরাট হয়ে যায় যার ফলে ছোট ছোট দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে।
শফিক আহমেদ নামের এক যাত্রী বলেন, দীর্ঘ দিন থেকে এই সড়ক দিয়ে যাতায়াতের সময় অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। জানি না এর শেষ কোথায় আশা করি কর্তৃপক্ষ দ্রুত কাজ শেষ করে আমাদের চলাচল উপযোগী একটি সড়ক উপহার দেবেন।
বিয়ানীবাজার উপজেলা প্রকৌশলী কর্মকর্তা দিপক কুমার বলেন, আপনাদের মতো আমিও এই সড়ক দিয়ে যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছি। একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেয়া হয়েছে ইতিমধ্যে তারা প্রায় অর্ধেক কাজ শেষ করেছে আশাকরি বাকি কাজ দ্রুত শেষ করবে।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com