দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাইয়ে সরকারি খাস জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নইমুল ইসলাম (৪৫) নামের একজন নিহত হয়েছেন। নিগত নইমুল ইসলাম প্রতিপক্ষের বন্দুকের গুলিতে মারা গেছেন বলে দাবি স্বজনদের। এ সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার জুম্মার নামের পর উপজেলার উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামে এই সংঘর্ষে ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকার অনাবাদির খাস জমি নিয়ে মাতারগাঁও গ্রামের মকবুল লন্ডনি ও দারা মিয়ার লোকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এর আগে উভয়পক্ষের মধ্যে মারামারি ঘটনাও ঘটেছে। এর জের ধরে শ্রক্রবার জুম্মার নামাজের পর খাস জমির দখল নেওয়ার চেষ্টায় উভয় পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন রকমের অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েন। এসময় দারা মিয়া পক্ষের নইমুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। প্রতিপক্ষের আগ্নেয়াস্ত্রের গুলিতে মারা গেছেন বলে দাবি করছে নিহত নইমুল ইসলামের পরিবার।
জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন রশীদ বিষয়টি নিশ্চত করে বলেন, খাস জমি নিয়ে দারা মিয়া ও মকবলু লন্ডনির লোকদের মধ্যে বিরোধ অনেক আগের। এ নিয়ে অনেকবার সালিস হয়েছে। আজ নতুন করে বিরোধ হয়েছে। জানতে পেরেছি- গোলাগুলিতে একজন মারা গেছেন। খবর শুনে ঘটনাস্থলে যাচ্ছি।
দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশি্চত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com