নিজস্ব প্রতিবেদক :: সিলেট ও সুনামগঞ্জের পৃথক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য, মহিষ ও বিভিন্ন ধরনের চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিলেট ৪৮ ব্যাটালিয়নের সদস্যরা শনিবার (৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় এসব মালামাল জব্দ করে। এসবের বাজারমূল্য অর্ধকোটি টাকারও বেশি।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- ১৯০ পিস ভারতীয় কাতান শাড়ি, ৫টি মহিষ, ৪০৫টি হেয়ার ওয়েল, শুকনা সুপারি ১ হাজার ৫০০ কেজি, ৯০০ কেজি চিনি, ৪৭ বোতল, ১৩ হাজার ৩০ কেজি বাংলাদেশি রসুন, শিং মাছ ১৮০ কেজি। এসময় একটি মোটরসাইকলও জব্দ করা হয়।
এসবের বাজারমূল্য আনুমানিক ৫৮ লাখ ৮৫০ টাকা।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com