১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

add

অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ

todaysylhet.com
প্রকাশিত ০৮ অক্টোবর, মঙ্গলবার, ২০২৪ ১৭:৫৯:৫৭
অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ

স্পোর্টস ডেস্ক :: টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে চলতি সিরিজই হতে পারে তার শেষ টি-টোয়েন্টি সিরিজ। দিল্লির দ্বিতীয় টি-টোয়েন্টিকে সামনে রেখে গতকাল রাত থেকে চলে এমন গুঞ্জন। অবশেষ সেই গুঞ্জন সত্য হলো, আর্ন্তজার্তিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রিয়াদ।

ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির ম্যাচের আগে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের সংবাদ সম্মেলন মঞ্চ আগেই প্রস্তত ছিল রিয়াদের অবসর নিয়ে। বাকি ছিল মাহমুদউল্লাহ রিয়াদের আসা। এরপর এলেনও তিনি। ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন অভিজ্ঞ এ অলরাউন্ডার।

 

সংবাদ সম্মেলনের শুরুতেই জানিয়ে দিলেন টি-টোয়েন্টি সংস্করণ থেকে তার অবসরের সিদ্ধান্তের কথা। চারপাশে চলমান আলোচনা যে মিথ্যে নয়, সেটাই শুরুতে জানিয়ে দিলেন ৩৯ ছুঁই ছুঁই এই অভিজ্ঞ ব্যাটার। ভারতের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি হবে তার ম্যাচ, ‘হ্যাঁ, সত্যিই আমি এই সিরিজের শেষ ম্যাচেই অবসর নিতেছি।’

অবসরের সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন, ‘ভারত সিরিজের অনুশীলনের সময় আলোচনার শুরু। আমার পরিবারের সাথে, বোর্ড প্রেসিডেন্টের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি।’

 

১৭ বছর আগে টি-টোয়েন্টিতে অভিষেক হয় রিয়াদের, কেনিয়ার নাইরোবিতে। তারপর বাংলাদেশের জার্সিতে খেলেছেন ১৩৯ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। সব ঠিক থাকলে থামবেন ১৪১ ম্যাচ খেলে। নামের পাশে প্রায় আড়াই হাজার রান; পার্টটাইম হাত ঘুরিয়ে নিয়েছেন ৭ এর সামান্য বেশি ইকোনমিতে চল্লিশ উইকেট।

 

২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ৪৩টি টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্বও দিয়েছেন। যার মধ্যে জয় ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে, হার ২৬টিতে। এরমধ্যে একবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন রিয়াদ।