নিজস্ব প্রতিবেদক :: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য ও পশু জব্দ করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) গোয়াইনঘাট সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি বিওপি, প্রতাপপুর বিওপি, সংগ্রাম বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় ৭৯৬টি শাড়ি, ১৯টি গরু, পোস্তদানা ১২০ কেজি, জিরা ৩৩৭ কেজি, মদ ১৮৬ বোতল, বিয়ার ১০ বোতল, মাহিন্দ্রা একটি এবং ২ হাজার ১৩৩ কেজি রসুনসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়।
জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com