কানাইঘাট প্রতিনিধি :: সিলেটের কানাইঘাট উপজেলার ৩০টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) ষষ্ঠী পূজার দিন বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন থানার নবাগত ওসি আব্দুল আউয়াল। পাশাপাশি শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা বিধানে থানার ওসি’র নেতৃত্বে পৌরশহর সহ উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় থানা পুলিশ টহল দিয়েছে।
ওসি আব্দুল আউয়াল উপজেলার বড়চতুল ইউনিয়নের রাউৎগ্রাম সার্বজনীন পূজামন্ডপ, দাঁড়িখেল বিশ্বহরি পূজামন্ডপ ও পৌরসভার রায়গড় সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করে পূজা কমিটির নেতৃবৃন্দ সহ হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি খোঁজখবর নেন। সরকারের নির্দেশনা মোতাবেক শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে সম্পন্নের লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ সব-সময় আপনাদের পাশে রয়েছে। পূজামন্ডপগুলো পরিদর্শনকালে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যদের দিক-নির্দেশনা প্রদান করেন তিনি।
সরকারের পক্ষ থেকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা পালনের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় মন্ডপ কমিটির নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেন।