শাবি প্রতিনিধি :: বাস চাপায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম তাসনিম জাহান আইরিন (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
বুধবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। তিনি বলেন, এমন অপ্রত্যাশীত ঘটনার আমরা গভীরভাবে মর্মাহত। আমরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার রাজধানীর প্রগতি সরণি এলাকার ফুজি ট্রেড সেন্টারের সামনে আকাশ পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায় আইরিন। এসময় আইরিনের সাথে থাকা তার বড়বোনও আহত হয়েছেন বলে জানা গেছে। আইরিন নেক্সট ভেনচার্স কোম্পানিতে কর্মরত ছিলেন।
এ বিষয়ে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্বাস গণমাধ্যমে বলেন, সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে বাসটি জব্দ করা হয়, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অন্যদিকে ঘটনার পর তার লাশ ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে গ্রামের বাড়ি বড়গুনা জেলার পাথরকাটায় নিয়ে তার দাফন সম্পন্ন করা হবে।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com