নিজস্ব প্রতিবেদক :: দীর্ঘ ৮৩ দিন পর সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাব হত্যামামলার তদন্তকাজ শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার বিকালে পিবিআই টিম সিলেট মহানগরের বন্দরবাজারের কোর্ট পয়েন্ট এলাকায় গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। এই স্থানেই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন তুরাব।
এর আগে, সাংবাদিক এ টি এম তুরাবের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কতোয়ালী থানায় অজ্ঞাতপরিচয় পুলিশ সদস্যদের বিরুদ্ধে হত্যা মামলা করতে গেলেও পুলিশ তা সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তখন মামলার অভিযোগপত্রে ৮ থেকে ১০ জন অজ্ঞাত পরিচয় পুলিশ সদস্যকে অভিযুক্ত করেন তোরাবের বড় ভাই আবুল হাসান মো. আজরফ।
দীর্ঘ এতদিন পর আদালতের নির্দেশে কোতোয়ালি থানা থেকে পিবিআই মামলার নথিপত্র বুঝে নেন পিবিআই। মামলাটি তুরাবের ভাই আবুল আহসান মো. আযরফ (জাবুর) দায়ের করেন, যেখানে প্রধান আসামি হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও অজ্ঞাতনামা ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে।
১৯ জুলাই সিলেটের বন্দরবাজারে শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিতে আহত হয়ে মারা যান দৈনিক নয়াদিগন্ত ও জালালাবাদের সাংবাদিক এ টি এম তুরাব। তার পরিবারের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করার চেষ্টা করলেও তা গ্রহণ না করে সাধারণ ডায়েরি হিসেবে রেকর্ড করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মোহাম্মদ মুরসালিন সাংবাদিকদের বলেন, "আমরা তদন্তের কাজ শুরু করেছি এবং দ্রুততম সময়ে শেষ করার চেষ্টা করব। প্রত্যক্ষদর্শীর জবানবন্দী, ভিডিও ফুটেজ এবং সিসিটিভি যাচাইয়ের মাধ্যমে দোষী যে বা যারাই হোক- প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করবে পিবিাআই।"
ঘটনাস্থল পরিদর্শনের সময় সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল কাদের তাপাদার, দৈনিক প্রভাতবেলা'র সম্পাদক সোহেল কবির, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে পিবিআই দ্রুততম সময়ে তদন্ত শেষ করার আশ্বাস দেয়।
https://www.youtube.com/watch?v=w39cfNnsUI0
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com