নিজস্ব প্রতিবেদক :: কল্পারম্ভ, বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্যদিয়ে গত বুধবার থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সিলেট বিভাগের ২ হাজার ৬শত ২৮টি মণ্ডপে নির্র্বিঘ্নে পালিত হয়েছে সনাতন ধর্মালম্বীদের এই গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব।
সরকার পরিবর্তনের পর নানা শঙ্কার মধ্যেও পুলিশী নিরাপত্তায় পালিত হওয়া দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে আবালবৃদ্ধবনিতা সবার মধ্যেই। পূজাঅর্চনা আর আনন্দ আয়োজনের নানা পর্বের মধ্যদিয়ে ৫ দিনের এ উৎসবের সমাপ্তি হবে বিজয়া দশমীর (১৩ অক্টোবর) দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।
এবছর দেবী মহামায়ার আগমন হয়েছে দোলা বা পালকিতে চড়ে যা শাস্ত্রমতে মড়ক বা মহামারির লক্ষণ। আর এবার দেবী দুর্গার প্রস্থান হবে ঘোটকে বা ঘোড়ায় যা ছত্রভঙ্গ সময়ের বা যুদ্ধ-বিগ্রহ-অশান্তির ইঙ্গিত।
সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলার ৫ শত ৯৫, সুনামগঞ্জের ৩ শত ৯৭, হবিগঞ্জে ৬ শত ৪৩ এবং মৌলভীবাজারের ৯ শত ৯৩টি মণ্ডপে পালিত হচ্ছে দুর্গোৎসব।
পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, এবার সিলেট জেলায় ৪ শত ৪০টি মণ্ডপে দুর্গাপূজা চলছে। তার মধ্যে সার্বজনীন ৪ শত ০৮টি ও পারিবারিক ৩২টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া সিলেট মহানগর এলাকার ১ শত ৫৩টি মণ্ডপে চলছে দুর্গোৎসব, যার মধ্যে সার্বজনীন ১ শত ৩৬টি ও পারিবারিক ১৭টি।
এদিকে হাওরের রাজধানী সুনামগঞ্জের ৩ শ ৯৭টি পূজামণ্ডপে পালিত হচ্ছে দুর্গাপূজা। এর মধ্যে সদর উপজেলা ও পৌরসভায় ৪৯টি, ছাতক উপজেলায় ৩৪টি, জগন্নাথপুরে ৪১টি, দিরাইয়ে ৬০টি, শান্তিগঞ্জে ২১টি, জামালগঞ্জে ৪৫টি, শাল্লায় ২৬টি, বিশ্বম্ভরপুরে ২৫টি, তাহিরপুরে ২৭টি, দোয়ারাবাজারে ১৯টি, ধর্মপাশায় ১৯টি এবং মধ্যনগর উপজেলায় ৩১টি মণ্ডপ রয়েছে।
হবিগঞ্জ জেলায়ও নেই কোনো কমতি। এ বছর হবিগঞ্জে ৬৪৩ মণ্ডপে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। জেলার ৯টি উপজেলার মধ্যে হবিগঞ্জ সদরে ৪২টি, শায়েস্তাগঞ্জে ১২টি, লাখাইয়ে ৬৩টি, আজমিরীগঞ্জে ২৬টি, বানিয়াচংয়ে ১ শত ৫টি, চুনারুঘাটে ৬৯টি, মাধবপুরে ১ শত ৭টি, বাহুবলে ৫৫টি এবং নবীগঞ্জ উপজেলায় ৮৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা পালিত হচ্ছে। তৈরি করা হয়েছে।
এছাড়া হবিগঞ্জ পৌরসভায় ৩৬টি, মাধবপুরে ১৩টি, নবীগঞ্জে ৯টি, শায়েস্তাগঞ্জ ও আজমিরীগঞ্জে ৮টি করে এবং চুনারুঘাট পৌরসভার ৭টি মণ্ডপে দুর্গোৎসব পালন হচ্ছে।
চা-বাগানের তীর্থভূমি মৌলভীবাজারের ৯ শত ৯৩টি মণ্ডপে আরম্ভ হয়েছে দুর্গাপূজা। বৃহত্তর সিলেটের সবচেয়ে বেশি পূজামণ্ডপের সংখ্যা এই জেলাতেই। জেলার সদর উপজেলায় ৯৩টি, রাজনগরে ১ শত ৩৭টি, কুলাউড়ায় ২ শত ১৪টি, জুড়িতে ৬৭টি, বড়লেখায় ১ শত ৪৪টি, কমলগঞ্জে ১ শত ৪৮টি এবং শ্রীমঙ্গলে ১ শত ৭৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।