হবিগঞ্জ প্রতিনিধি :: কৈলাশ ছেড়ে পিতৃগৃহে আসা দুর্গার আগমনকে ঘিরে হবিগঞ্জে সনাতন ধর্মালম্বীদের মাঝে দেখা দিয়েছে আনন্দ-উৎসব। আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীর দিন প্রতীমা বিসর্জনের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটবে এ উৎসবের। তবে এবারের দূর্গাপূজায় মণ্ডপে দেখা দিয়েছে ভিন্নতা। দেয়ালে দেয়ালে ফুটিয়ে তুলা হয়েছে বন্যাদুর্গতদের চিত্র।
প্রতিটি মণ্ডপে দেখা দিয়েছে সাঁজ সাঁজ রব। চারিদিকে পূজার আবহ। রং-তুলির আঁচরে দেবীমূর্তিকে মোহনীয় করে ফুঁটিয়ে তুলছেন প্রতিমা শিল্পীরা।ফলে মন্ডপগুলো সেজেছে নবরুপে।
এবারের দূর্গোৎসবকে ঘিরে তৎপর রয়েছে জেলার আইনশৃঙ্খলা বাহিনী। এ বছর হবিগঞ্জ জেলায় পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সাড়ে ৬শ পুলিশ ও ৪ হাজার ৯৮ জন আনসার ভিডিপি। পাশাপাশি মন্ডপগুলোতে ৪ প্লাটুন সেনাবাহিনী ও সাদা পোশাকে অতিরিক্ত পুলিশ টহল দিবে। এতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে। মণ্ডপগুলোর আশে-পাশে স্থাপন করা হয়েছে সিসিটিভি।
এদিকে, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পাশাপাশি কাজ করছে জেলা পূজা উদযাপন কমিটিও। মণ্ডপে মণ্ডপে গঠন করা হয়েছে স্বেচ্ছাসেবকটিম। সব মিলিয়ে হবিগঞ্জে এবার শান্তিপুর্ণভাবে দূর্গোৎসব পালন করা হবে বলে আশা করছে সেখানখার সনাতন ধর্মাবলম্বীরা। এখন পর্যন্ত কোন ধরনের অপতৎপরতা ও অনাকাঙ্খিত ঘটনার সম্ভাবনা দেয়া যায়নি।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com