ওসমানীনগর প্রতিনিধি :: শারদীয় দুর্গাপূজায় ওসমানীনগর উপজেলার ১৩টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে প্রতিমা বিসর্জন। তিথি সংকটের কারণে পাঁচ দিনের পরিবর্তে চার দিনব্যাপী উদযাপিত হচ্ছে এই উৎসব। শনিবার বিজয়া দশমীর দিন ধরে এই প্রতিমা বিসর্জন দেয়া হচ্ছে।
প্রতিমা বিসর্জনের জন্য নির্বাচন করা মণ্ডপগুলো হলো- উপজেলার নিজ বুরুঙ্গা সার্বজনীন পূজা মণ্ডপ (সিতেশ চক্রবর্তীর বাড়ি), কামার গাঁও সার্বজনীন পূজা মণ্ডপ, নিজ বুরুঙ্গা সার্বজনীন পূজা মণ্ডপ (সঞ্জিত পালের বাড়ি), বীনা পানি তরুণ সংঘ (দাসপাড়া গোয়ালাবাজার), কালাচাঁদ জীউ মন্দির (তেরহাতী গোয়ালাবাজার), শ্রী অজয় দেব (ব্যক্তিগত) গোয়ালাবাজার, শ্রী মিহির সেন (ব্যক্তিগত) ইলাসপুর গোয়ালাবাজার, বীনা পানি প্রভাতী সংঘ (চরইসবপুর-তাজপুর), নান্টু দেব (ব্যক্তিগত) কালাসারা, তাজপুর, শ্রী গোপাল বৈদ্যের বাড়ি (ব্যক্তিগত), ছাত্রযুব ঐক্য পরিষদ (খয়েরপুর দয়ামির) এবং জয় দুর্গা পূজা মণ্ডপ (কাইয়া খাইড় নতুন বাজার), রঘুপুর সার্বজনীন পূজা মণ্ডপ (লিটন দাসের বাড়ি, উছমানপুর)।
পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা জানিয়েছেন, বিজয়া দশমীর উপলক্ষে পূজার সমস্ত আনুষ্ঠানিকতা যথাযথভাবে পালিত হবে, যদিও তিথির কারণে বিসর্জন প্রক্রিয়া কম সময়ে সম্পন্ন হচ্ছে। স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে এই উদ্যোগে কিছুটা হতাশা থাকলেও ধর্মীয় রীতিনীতি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
উল্লেখ্য, প্রতিমা বিসর্জনের সময় বিপুলসংখ্যক ভক্ত মণ্ডপগুলোতে উপস্থিত থাকবেন এবং প্রতিমা বিসর্জনের মাধ্যমে দেবীর প্রতি শ্রদ্ধা জানাবেন।