বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ছিলো উৎসবের আমেজ। বিকেল থেকে উপজেলার বিভিন্ন ঘাটে চোখের জলে দেবী দুর্গাকে বিসর্জন দেন ভক্তরা।
উপজেলার দাসেরবাজার, তালিমপুর, নিজবাহাদুর, বড়লেখা সদর, উত্তর শাহবাজপুর, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন ঘাটে ঢাক-ঢোল, বাদ্য-বাজনা আর আরতির মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হয়। প্রতিটি বিসর্জনস্থলে ভক্তদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। এর আগের দিন শনিবার উপজেলার বিভিন্ন ঘাটে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হয়।
এবার বড়লেখায় ১৩৪টি সার্বজনিন ও ১২টি ব্যক্তিগত মণ্ডপে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হয়েছে।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com