১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

add

বিশ্বনাথের ২৫ মন্ডপে শারদীয় দুর্গা পূজা সম্পন্ন

todaysylhet.com
প্রকাশিত ১৩ অক্টোবর, রবিবার, ২০২৪ ২১:৫১:৪৮
বিশ্বনাথের ২৫ মন্ডপে শারদীয় দুর্গা পূজা সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি :: প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা-পৌর’ এলাকার ২৫টি মন্ডপে অনুষ্ঠিত শারদীয় দুর্গা পূজা সম্পন্ন হয়েছে। রোববার (১৩ অক্টোবর) বিকেল ২টায় বাসিয়া নদীতে উপজেলা পরিষদ ঘাটে প্রতিমা বিসর্জনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়। এসময় সেনাবাহিনী, পুলিশ, আনসার-ভিডিপি, সাংবাদিক, বিভিন্ন গোয়েন্দা সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গত বুধবার (৯ অক্টোবর) ষষ্ঠী পূজার মাধ্যমে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা শুরু হয়ে রোববার (১৩ অক্টোবর) দশমীর পূজার পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। প্রতিমা বিজর্সনের পূর্বে প্রত্যেক পূজামন্ডপে চলে সিদুঁর খেলা। নিজেদের পরিবার-পরিজন’সহ দেশ ও জাতির কল্যাণে করা হয় বিশেষ প্রার্থনা। প্রতিমা বিসর্জন শেষে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় সবাইকে মিষ্টিমুখ করান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, বিশ্বনাথে যোগদানের এক মাসের মধ্যেই অনুষ্ঠিত ‘শারদীয় দুর্গা পূজা’ সকলের সার্বিক সহযোগীতায় সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পেরেছি আমরা। এজন্য সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আগামী দিনেও আমরা ঐক্যবদ্ধভাবে উপজেলাবাসীর কল্যাণে কাজ করে যাব।

প্রতিমা বিসর্জনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ড ডা. হিতাংশু শেখর পাল, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া, পরিদর্শক (তদন্ত) আব্দুর রব, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য নিশি কান্ত পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস শংকু, সাবেক সহ সভাপতি রুপক কুমার দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভু, প্রচার সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সহ ধর্ম বিষয়ক সম্পাদক সুমন দেব, বিশ্বনাথ পৌরসভার কার্য-সহকারী জগন্নাথ সাহা, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি নেপাল কুমার দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অজিত দেব, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সদস্য নূর উদ্দিন, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, উপজেলা যুব ঐক্যের সহ সভাপতি প্রবীর দেব, সংগঠক সঞ্জিত বৈদ্য, আব্দুল কাইয়ুম প্রমুখ নেতৃবৃন্দ।

বিশ্বনাথের ২৫টি মন্ডপে সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে ‘উপজেলা-পৌর’ এলাকার ২৫টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা সম্পন হওয়ায় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক’সহ ধর্ম-বর্ন নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভু।