মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় পূজামণ্ডপে ঢুকে শিশুদের মারধরের অভিযোগে রুহেনা আক্তার লুবনা (২২) নামের এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের বিজয়া চা বাগানের মন্দির থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া লুবনা রংপুর জেলার বাসিন্দা আলামিনের স্ত্রী। জয়চণ্ডীর কামারকান্দি এলাকায় লুবনার নানাবাড়ি রয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, লুবনা গত সপ্তাহে তার নানাবাড়িতে ঘুরতে আসে। শনিবার রাতে বিজয়া চা বাগান এলাকায় বাগানের নাইটগার্ড তাকে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে মন্দির এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে রাত্রিযাপনের জন্য বাগানের পাশে নিরাপদ স্থানে রাখেন। সকালে ঘুম থেকে উঠে সকলের অজান্তে লুবনা মন্দিরে ঢুকে শিশুদের মারধর করে। বিষয়টি অন্যান্যরা দেখতে পেয়ে তাকে আটকে রেখে পুলিশকে জানান। দুপুর ১২টার দিকে কুলাউড়ার ইউএনও মো. মহিউদ্দিন, এসিল্যান্ড শাহ জহুরুল হোসেন, ওসি মো. গোলাম আপছারসহ পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে উপস্থিত জনতাকে শান্ত করে লুবনাকে গ্রেফতার করা হয়।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুদের মারধরের অভিযোগে লুবনাকে গ্রেফতারের পর বিকেলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। লুবনা মানসিক ভারসাম্যহীন বলেও জানান তিনি।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com