স্পোটর্স ডেস্ক :: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে আজ। গত আসরের চার দলের সঙ্গে নতুন করে তিন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হয়েছে এবার। শক্ত দল গড়তে সাত ফ্র্যাঞ্চাইজি এই ড্রাফটে অংশ নিয়েছে। যেখানে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটার এবং ৪৩৪ বিদেশি ক্রিকেটার থেকে পছন্দের দল গড়বে দলগুলো।
প্রথমেই দেশি খেলোয়াড়দের দুই সেটের ড্রাফট শেষ হয়। এরপরেই আসে বিদেশী ক্রিকেটারদের ড্রাফট। বিদেশি খেলোয়াড়ের প্রথম রাউন্ডের ড্রাফটে প্রতিটি দল দুজন করে বিদেশি ক্রিকেটার নিতে পেরেছে।
সিলেট এই রাউন্ডে সবার আগে সুযোগ পেয়ে দলে নেয় আফগানিস্তানের সামিউল্লাহ শেনওয়ারিকে।
এছাড়াও এ দফায় সিলেট দলে ভিড়িয়েছে ক্যারিবিয়ান জায়ান্ট খেলোয়াড় রাহকিম কর্নওয়ালকে। ছয় ফুট ৪ ইঞ্চি উচ্চতার এই ক্রিকেটারের ওজন প্রায় ১৫০ কেজি!
এদিকে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ক্যাটাগরি ‘বি’ থেকে দলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। গত বছরও এই দলের হয়ে খেলেছিলেন।
এখন পর্যন্ত সিলেট দলে যারা-
দেশি : রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম
বিদেশি : রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি
ড্রাফটের আগে : তানজিম হাসান সাকিব, জাকির হাসান, জর্জ মুনসি, পল স্টার্লিং।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com