২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

add

গোয়াইনঘাটে বিকল্প কর্মসংস্থানের উপর গুরুত্বারোপ জেলা প্রশাসকের

todaysylhet.com
প্রকাশিত ১৬ অক্টোবর, বুধবার, ২০২৪ ০০:৪২:৫৭
গোয়াইনঘাটে বিকল্প কর্মসংস্থানের উপর গুরুত্বারোপ জেলা প্রশাসকের

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, গোয়াইনঘাট হচ্ছে পর্যটন ও খনিজ সম্পদে ভরপুর একটি এলাকা। এখানে পাথর, বালুর পাশাপাশি বেশ কিছু চা-বাগানও রয়েছে। চা-বাগানগুলো রক্ষিত হচ্ছে না, ফাঁকা হয়ে গেছে। এখানে গাছ পুনরোপণ করতে হবে। শুধু বালু, পাথরের উপর নির্ভরশীল না হয়ে বিকল্প পর্যটন উপযোগী স্থায়ী কোন কর্মসংস্থানের দিকে যেতে হবে।

 

তিনি বলেন, মানুষ যদি শিক্ষিত না হয়, তার পরিবর্তন হবে না কোনদিন। পেশা পরিবর্তনশীল। শ্রমিকরা পর্যটনমুখী পেশায় চলে আসলে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করবো। শ্রমিকদের সম্মানজনক পেশায় নিয়ে আসতে হবে। তবেই উন্নতি আসবে জীবনে। সম্ভাবনার গোয়াইনঘাটে ভাগ্য পরিবর্তনের সুযোগ রয়েছে। স্থায়ী জীবনমান না হলে ভাগ্যের পরিবর্তন হবে না।

 

জেলা প্রশাসক বলেন, সমস্যাগুলো দীর্ঘমেয়াদি। অদায়িত্বশীল আচরণ থেকে সরে আসতে হবে। ছেলে-পেলেদের লেখাপড়া করাতে হবে। এখানে শিক্ষার হার খুবই কম। এটি অত্যন্ত লজ্জার। জনপ্রতিনিধিরা দায়িত্ব নিয়ে ছেলেমেয়েদের স্কুলে শতভাগ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, কোন রকম দুর্নীতি মেনে নেওয়া হবে না। অবৈধ কাজে কোন আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে কোন কিছু করা যাবে না। আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে, দৈনন্দিন কার্যক্রমের পরিবর্তন নিয়ে আসতে হবে।

মঙ্গলবার দুপুরে উপজেলা কনফারেন্স কক্ষে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতবৃন্দ ও সুধীজনের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা জামায়াত ইসলামীর আমীর মো. আবুল হোসেন, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক গোলাম আম্বিয়া কয়েছ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন শিকদার, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন শিহাব, গোয়াইনঘাট প্রেসক্লাবের আহবায়ক মিনহাজ উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুল হক প্রমূখ।

এর আগে জেলা প্রশাসক সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার নলজুড়ি গুচ্ছগ্রাম পরিদর্শন, জাফলং পর্যটন হাট ও ব্যান্ডশপের কার্যক্রম পরিদর্শন, পূর্ব জাফলং কমিউনিটি ক্লিনিক, উপজেলা ভূমি অফিস, গোয়াইনঘাট সদর ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা প্রাণিসম্পদ অফিস সহ উপজেলা ইনোভেশন কমিটির সাথে মতবিনিময় করেন।