সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে আনসার-ভিডিপির অভিযানে তিন হাজার ফুট বেড় জাল, দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ১৬ জনকে আটক করা হয়। জব্দকৃত জাল ও নৌকার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা।
মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে হাওরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আনসার-ভিডিপি সূত্রে জানা যায়, আজকের অভিযানের নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোস্তাফা ফরিদুল আলম। এ সময় অভিযানে উপজেলা প্রশিক্ষক মো. হাসিবুল তারেক এবং রূপনগর আনসার ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন। রূপনগর ও গোলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাছ ধরার সময় তাদের আটক করা হয়। পরে আটকদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়।
মঙ্গলবার বিকেলে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান, অভিযুক্তরা ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না এই মর্মে প্রতিশ্রুতি দেওয়ায় মুচলেকা প্রদানে তাদের নৌকাসহ ছেড়ে দেওয়া হয়েছে। তবে জব্দকৃত বেড় জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com