নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের মাধবপুরে ধর্মঘর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ সময় ধর্মঘর সীমান্ত ফাঁড়ির বিজিবি টহল দল ৮ বাংলাদেশিকে আটক করে মাধবপুর থানায় সোপর্দ করেছে।
সোমবার (২৮ অক্টোবর) রাত ও মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে তাদের আটক করা হয়।
সোমবার (২৮ অক্টোবর) রাতে বিজিবি টহলদল দেবনগর সীমান্ত থেকে ভারতে গমনের সময় এক অভিযানে ৫ জনকে আটক করে।
আটককৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার শাহজাদাপুর গ্রামের পরিমল সরকার (৫৫), একই গ্রামের তাপস সরকার (৫০),স্বপন সরকার (৪৫) একই জেলার বিজয়নগর থানার মির্জাপুর গ্রামের দুর্জয় মজুমদার (১৯) এবং মাধবপুর থানার দেবনগর গ্রামের মোহাম্মদ আলী (৬০)।
এদিকে মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে ধর্মঘর বিজিবি টহল দল সন্তোষপুর সীমান্ত দিয়ে ভারতে গমনের সময় অপর ৩ জনকে আটক করে।
আটককৃতরা হলো চট্রগাম জেলার সন্ধীপ থানার সারিকাইত গ্রামের বেচন দাস (২৬), একই গ্রামের মনপুরী দাস (২০), মঙ্গল দাস (১৯)।
ধর্মঘর সীমান্ত ফাঁড়ির কম্পানি কমান্ডার নায়েব সুবেদার আ. রউপ জানান, আটককৃতরা দালাল মোহাম্মদ আলীর সহযোগিতায় সীমান্ত পথে চিকিৎসা ও কাজের সন্ধানে ভারতে গমন করতে চেয়েছিলেন। অবৈধভাবে গমনের চেষ্টাকালে সীমান্ত থেকে তাদের আটক করা হয়েছে।
সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, বিজিবি টহলদলের হাতে আটক ৮ ব্যক্তির বিরুদ্ধে মাধবপুর থানায় নিয়মিত মামলা হয়েছে।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com