সোহেল আহমদ সাজু, বিশ্বম্ভরপুর :: বিশ্বম্ভরপুর নতুনপাড়া থেকে দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের বাঘমারা, ভাটিপাড়া, দুর্গাপুর, কৈয়ারকান্দা, শক্তিয়ারখলা এলাকার প্রধান আঞ্চলিক সড়কে দুর্গম চরাঞ্চলের সাধারণ মানুষ চলাচল করে। বিশেষ করে এই সড়ক জেলা সদরে যাতায়াতের প্রধান সড়ক। এই সড়ক দিয়ে ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুরের লাখো মানুষের যাতায়াত।
বিশ্বম্ভরপুর নতুনপাড়া মোড় থেকে শক্তিয়ারখলা পর্যন্ত আঞ্চলিক সড়কে যানবাহন চলাচলের কারণে অতিরিক্ত ধুলাবালির সৃষ্টি হচ্ছে। মারাত্মক হারে বৃদ্ধি পাওয়া এই ধুলাবালির জন্য অতিষ্ঠ হয়ে আছে জনজীবন। স্বাস্থ্যঝুকির চরম হুমকিতে এই এলাকার মানুষজন। মুখে মাস্ক, রুমাল ব্যবহার করেও স্বস্তি পাচ্ছে না এই সড়ক দিয়ে চলাচলকারী জনসাধারণ। এই প্রধান আঞ্চলিক সড়কটি যেন ধুলাবালির রাজ্য। এতে বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনাসহ নানা হেনস্থার শিকার হচ্ছেন স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীসহ পথযাত্রী ও সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা যায়, দুর্গম চরাঞ্চলের সাধারণ মানুষের একমাত্র প্রধান আঞ্চলিক সড়ক এটা। প্রধান এই সড়কে অতিরিক্ত ধুলাবালির জন্য স্থানীয় বাসিন্দারাসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, শিশু-বয়োবৃদ্ধদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠেছে। চরম হুমকির মুখে ধাবিত হচ্ছে জনস্বাস্থ্য। অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে প্রধান আঞ্চলিক এই সড়কে কুয়াশারমতো ধুলা উড়তে দেখা যায়। অতিরিক্ত ধুলাবালির কারণে স্থানীয় এলাকাবাসীর আবাসস্থলে বসবাস করা অনুপযোগী হয়ে ওঠছে।
বর্তমানে আবহাওয়া শুষ্কতার কারণে যানবাহন চলাচলের সঙ্গে প্রচÐ পরিমাণে ধুলাবালির মাধ্যমে নানা রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। এমনকি আবাসস্থলও বসবাসের অযোগ্য হয়ে ওঠেছে। ধুলাবালির কারণে সাধারণ মানুষের পাশাপাশি শিশু ও বৃদ্ধদের নানা রকমের সমস্যা হচ্ছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রধান আঞ্চলিক সড়কের পাশে তাদের আবাসস্থল। অতিরিক্ত ধুলাবালির কারনে এবং অতিরিক্ত গাড়ি চলাচলের জন্য তাদের জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠেছে। বিশ্বম্ভরপুর থেকে শক্তিয়ারখলা পর্যন্ত রাস্তা সংস্কার কাজের ধীরগতির জন্য এই সমস্যার সৃষ্টি হচ্ছে। দ্রæত রাস্তা সংস্কারের কাজ শেষ করলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন বলে জানান এলাকাবাসী।
চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ধুলাবালিতে বিভিন্ন রোগের জীবাণু থাকে। এতে শ্বাসকষ্টসহ নানা জটিল রোগের সৃষ্টি হতে পারে। ধুলাবালি মানব শরীরের ফুসফুসকে আক্রান্ত করে। সবসময় ধুলাবালি বেষ্টিত পরিবেশে থাকলে ফুসফুসে রক্তপ্রবাহ দুর্বল হয়। সর্দি, কাশি, অ্যালার্জি, টনসিল প্রদাহ, গলাব্যথা, অ্যাজমাসহ বিভিন্ন রোগ দেখা দেয় মানবদেহের শরীরে।