জকিগঞ্জ প্রতিনিধি :: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত (রেজি নং সিল ১০৬০/০৮) স্বেচ্ছাসেবী সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ (২০২৪-২৬) কমিটি গঠন করা হয়েছে। ২ নভেম্বর সমাজসেবা অধিদপ্তর সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ে সমাজসেবা সিলেট অফিসের উপ-পরিচালক মো. আব্দুর রফিক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গঠনতন্ত্র অনুযায়ী ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি প্রকাশ করা হয়।
উল্লেখ্য, ৩০ অক্টোবর বুধবার, সংস্থার মেন্দিবাগস্থ অস্থায়ী কার্যালয়ে আহŸায়ক প্রিন্সিপাল শাহীনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৪-২০২৬ অর্থবছরের কার্যনির্বাহী পরিষদের দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন সংস্থার সাবেক সাধারণ সম্পাদক প্রিন্সিপাল আহমদ আল কবির চৌধুরী। ভিডিও কনফারেন্সে ফ্রান্স থেকে অংশগ্রহণ করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি তাইজুল ইসলাম ফয়েজ।
সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী ফাউন্ডেশনের ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে প্রিন্সিপাল শাহীনুর রহমান চৌধুরীকে সভাপতি ও রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নালকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ উসমান গণি, অর্থ সম্পাদক মুরশিদা খানম সুমী, সাহিত্য সম্পাদক পলিনা রহমান, প্রচার ও দপ্তর সম্পাদক সাংবাদিক মো. হাবিবুর রহমান, পাঠাগার সম্পাদক মো. একরাম হোসেন, সংস্কৃতি সম্পাদক রেশমা জান্নাতুল, কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন ও মো. বিলাল আহমদ।
নকশী বাংলা ফাউন্ডেশন ২০০৩ সাল থেকে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার জন্য ব্যাপক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয়।