নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীতে মুখে মাস্ক লাগিয়ে ‘জয় বাংলা’ সেøাগানে ঝটিকা মিছিল করার কয়েক ঘণ্টার মধ্যেই র্যাব-৯ এর হাতে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতা।
সোমবার মধ্যরাতে নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, এয়ারপোর্ট থানা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল হাসান নিরব ও সাংগঠনিক সম্পাদক দেবনাথ।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মশিহুর রহমান সোহেল। জানা যায়, সোমবার সকালে সিলেট শহরে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রধান আহŸায়ক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানার সহ-সভাপতি রাকিবুল হাসান নিরব ও তার একজন সহযোগীকে সোমবার রাত ১১টা ৪০ মিনিটের সময় এসএমপি সিলেট কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নাশকতা ও বিস্ফোরক মামলা রয়েছে। আসামিদেরকে এসএমপি সিলেট কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এরআগে সোমবার সকাল ৭টার দিকে মহানগরীর পূর্ব দরগাহ গেইট এলাকায় মুখে মাস্ক লাগিয়ে ‘জয় বাংলা’ সেøাগানে ঝটিকা মিছিল করেছেন একদল যুবক। মিছিলের ব্যানারটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল। মিছিলে থাকা যুবকেরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ সেøাগান দিয়ে পূর্ব দরগাহ গেট এলাকা থেকে শুরু করে ৪-৫ মিনিটের মধ্যেই চৌহাট্টা মোড়ে গিয়ে শেষ করেন।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com