কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: সিলেটের কোম্পানীগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের অপরাধে ৪ জনকে ১৫ দিনের জেল ২ লাখ টাকা জরিমানা ও ২টি ট্রাক্টর আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালান কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ আহমেদ। পরদিন বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানাও বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এসময় তার সাথে থানা পুলিশ ও বিজিবির সদস্য অভিযানে অংশ নেন।
জানা যায়, বুধবার ভোলাগঞ্জ দশনম্বার সংলগ্ন থেকে বালু পাথর উত্তোলনে জড়িত থাকায় ৩ ব্যক্তিকে আটক করে এ সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার টুকের বাজারের আব্দুল গফুর'র পুত্র আব্দুল জলিল, তেলিখাল গ্রামের শরিফ উদ্দিনের পুত্র শামিম আহমেদ, কাঠালবাড়ি গ্রামের অলিউর রহমানের পুত্র মোহাম্মদ আলী। আরো ৫টি মামলায় ২ লক্ষ টাকা জরিমানা এবং শাহ আরফিন টিলার পাথর পরিবহন করায় ২টি ট্রাক্টর জব্দ করা হয়। বৃহস্পতিবার দশনম্বর এলাকায় বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে ইউএনওর অভিযানে লম্বাকান্দি গ্রামের সুলতান মিয়া (৩০)কে ১৫ দিনের জেল দেওয়া হয়। এ সময় একটি পাথর বুঝাই ট্রাক্ট্রেরের ইঞ্জিন ও যন্ত্রাংশ ধ্বংস করা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ আহমেদ সিলেটভিউ-কে জানান, নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের অপরাধে বুধবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জনকে ১৫দিনের সাজা ৫টি মামলায় ২লক্ষ টাকা জরিমানা এবং ২টি ট্রাক্টর জব্দ করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা জানান, অবৈধ বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com