২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

add

বিশ্বনাথে অবৈধ স্থাপনা উচ্ছেদ

todaysylhet.com
প্রকাশিত ২৮ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ ২১:১২:০৯
বিশ্বনাথে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে পৌর শহরের নতুন বাজার এলাকায় বুধবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক সুনন্দা রায়ের নেতৃত্বে অবৈধ স্থাপনা (দোকান) উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এতে ফুটপাত দখলমুক্ত ও সরকারি ভ‚মিতে থাকা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা (দোকানপাঠ) উচ্ছেদ করা হয় এবং অন্যান্য দোকান মালিককে নিজেদের সীমানায় থেকে ব্যবসা পরিচালনা করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়।

অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনাকালে ‘বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতি’র কার্যালয়’সহ সড়কের ফুটপাত দখল ও বাজারে সরকারি ভ‚মি দখল করে এবং পান-সুপারী হাটা, কলা হাটা, ধান হাটায় থাকা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে বাসিয়া ব্রীজের উপর থাকা অবৈধ দোকানপাঠগুলোও উচ্ছেদ করা হয়।

 

এব্যাপারে সহকারী কমিশনার (ভ‚মি) আলাউদ্দিন কাদের বলেন, ইতিপূর্বে প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করে ও পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে নিজ নিজ উদ্যোগে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার জন্য সবাইকে সর্তক করা হয়ে ছিলো। কিন্তু সর্তক করার পরও অবৈধ স্থাপনাগুলো না সরানোর কারণেই প্রশাসনের পক্ষ থেকে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

 

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক সুনন্দা রায় বলেন, জনস্বার্থ বিবেচনা করেই প্রশাসনের বাজার মনিটরিং ও ভ্রাম্যমান অভিযান পরিচালনা কার্যক্রম অব্যাহত হয়েছে। সেই সাথে সাথে যেখানেই অবৈধ স্থাপনা থাকবে বা নির্মিত হবে তা উচ্ছেদ করা হবে। জনসাধারণ ও যানবাহন চলাচলে বিঘœ হয় এমন কাজ করা থেকে সবাইকে বিরত থাকতে হবে সকলের কল্যাণের কথা চিন্তা-ভাবনা করেই।

 

অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনাকালে ইউএনও’র সাথে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) আলাউদ্দিন কাদের, বিশ্বনাথ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, হিসাবরক্ষক সাজেদুল হক, লাইসেন্স পরিদর্শক মোতালেব, কার্য সহকারী জগন্নাথ সাহা প্রমুখ’সহ থানা পুলিশের সদস্যরা।