মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা সদর ইউনিয়ন ভূমি অফিস কার্যালয়ের সামনে থেকে ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্যাটগণ।
বৃহস্পতিবার দুপুরে অবৈধভাবে দখলকৃত ভূমিতে বসতবাড়ী স্থাপনা ভেঙ্গে ঘুরিয়ে দেয়া হয়েছে।
দায়িত্বে থাকা কর্মকর্তাগনদের সাথে কথা বলে জানা যায় মধ্যনগর ভূমি অফিসের ৯ শতক জায়গাতে ১৫টি পরিবারকে দীর্ঘদিন নোটিশ করার পরেও যারযার স্থাপনা সরিয়ে না'নেয়ায় প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের মাধ্যমে নির্মিত অবকাঠামো ধ্বংস করে প্রশাসন।
এস্কেভেটরের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা কতৃপক্ষের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্যাট মোঃরৌশন আহম্মেদ,মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃঅলিদুজ্জামান।এসময় উপসস্থিত ছিলেন মধ্যনগর ভূমি অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সানোয়ার হোসেন অফিসার ইনচার্জ স্বজীব রহমান প্রমুখ।স্থানীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীগণ।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com