জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোয়েন্দা সংবাদের ভিত্তিত্বে উপজেলা হরিপুর হতে অভিযান পরিচালনা করে বালু বোঝাই ট্রাক হতে ৩০ বস্তা চিনিসহ ১জন কে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় একটি বালু বোঝাই ট্রাক (সিলেট-ট-১১-২৩২৫) তল্লাসী করে ভারতীয় ৩০ বস্তা চিনি জবআদ করা হয়। এসময় উপজেলার ঠাকুরের মাটি গ্রামের খুরশিদ আহমদ ছেলে বেকুল আহমদকে (৩৫) আটক করে তার সাথে ট্রাকটিও জব্দ করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে বালু বোঝাই ট্রাক হতে ৩০ বস্তা ভারতীয় চোরাইপথে নিয়ে আসা চিনি সহ ১জনকে আটক করা হয়েছে। নিয়মিত মামলা গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com