নিজস্ব প্রতিবেদক :: বৃহস্পতিবার সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড নারী দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের আগের দিনে বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ২টায় মালনীছড়া চা বাগানে ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক।
সিলেটের চা শ্রমিকদের ট্রেডিশনাল পোশাকে দুই দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইস এ ট্রফি উন্মোচন করেন। ট্রফি উন্মোচন আগে চা শ্রমিকের বেশে প্রতীকে পাতা উত্তোলন করে জ্যোতি ও গ্যাবি।
সিরিজের প্রথম ম্যাচ আগামী ৫ ডিসেম্বর, দ্বিতীয় ম্যাচ ৭ ডিসেম্বর ও তৃতীয় ম্যাচ ৯ ডিসেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
প্রথম দুই টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ স্কোয়াড-
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার, সানজিদা আক্তার মেঘলা।
রিজার্ভ- দিশা বিশ্বাস, শামিমা সুলতানা, শারমিন সুলতানা।
এর আগে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় আয়ারল্যান্ড।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com