কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: ভারতের সীমান্তের ভেতর থেকে থেকে কাঠ আনতে গিয়ে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া আশরাফ উদ্দিন (৬৫) কোম্পানীগঞ্জের কালাইরাগ সীমান্ত এলাকার বাটরা গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।
বুধবার সকাল ৯টার দিকে ভারতের সীমান্তের মধ্যে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
স্থানীয় সূত্র জানায়, আশরাফ প্রায়ই সীমান্তের ওপারে গিয়ে কাঠ কেটে নিয়ে আসেন। বরাবরের মতো মঙ্গলবার সকালেও এভাবে তিনি কাঠ আনতে ওপারে যান, কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাতেও আর বাড়ি ফিরেননি।
এর পর বুধবার সকাল ৯টার দিকে স্থানীয়রা কালাইরাগ সীমান্তের ১২১৫ নং পিলারের (ভারতের) অভ্যন্তরে আশরাফের নিথর দেহ পড়ে থাকতে দেখে তার পরিবারের সদস্যদের খবর দেন। লাশের পাশে কাঠের বোঝা পড়েছিলো। পরে খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজিবি-বিএসএফ পতাকাবৈঠকের মাধ্যমে লাশটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) গণমাধ্যমকে বলেছেন,- প্রাথমিক পাওয়া তথ্যমতে; ওই বৃদ্ধ পাহাড় থেকে পড়ে মারা গেছেন। নিহতের শরীরে গুলি বা আঘাতের কোনো চিহ্ন নেই। নিয়ম অনুযায়ী পতাকাবৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিএসএফ লাশ আমাদের কাছে হস্তান্তর করবে।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com