১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

add

মাধবপুরে সড়কে গাড়ি থামিয়ে গণডাকাতি

todaysylhet.com
প্রকাশিত ০৪ ডিসেম্বর, বুধবার, ২০২৪ ১৭:৩১:২৮
মাধবপুরে সড়কে গাড়ি থামিয়ে গণডাকাতি

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অন্তত ৩০টি গাড়ি থামিয়ে যাত্রীদের মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন, মোটরসাইকেল ও অন্যান্য মালামাল লুটে নিয়েছে ডাকাতদল।

 

মঙ্গলবার দিনগত রাতে উপজেলার বড়ইগাছতলা এলাকায় আন্দিউড়া-বানেশ্বর সড়কে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, অস্ত্রধারী ২০/২২ জনের ডাকাতদল রাত সাড়ে ৮টার দিকে বড়ইগাছ তলায় গাড়ি থামানো শুরু করে। রাত ১০টা পর্যন্ত আসা যাওয়া করা অন্তত ৩০টি গাড়ি থামিয়ে যাত্রী ও চালকদের মালামাল তারা লুটে নেয়।

রাত সাড়ে ১২টায় মাধবপুরের বুল্লা ইউনিয়ন পরিষদ সদস্য জহর লাল শাহাজীর মোবাইল নম্বরে কল দিলে তার ছেলে সুজন শাহজী জানান, ডাকাতদলের কবলে পড়া প্রায় ৩০টি যানবাহনের বেশিরভাগ সিএনজি অটোরিকশা। এগুলোর যাত্রী ও চালকদের কাছে থেকে মোবাইল ফোনসহ সর্বস্ব লুটে নেওয়া হয়েছে।

ডাকাতের হামলায় নারীসহ সাতজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন। তারা হলেন- মাধবপুর উপজেলার উজ্জ্বলপুর গ্রামের তমা সূত্রধর, নমি সূত্রধর, মিঠু সূত্রধর, গৌতম পাল, ফাইজুল ইসলাম খান, সৈয়দ মিয়া ও ফজল হক।

আহতদের মধ্যে তমা সূত্রধর ও ফজল হকের সঙ্গে কথা বলে জানা যায়, তমার আড়াই ভড়ি স্বর্ণালঙ্কার ও ফজল হকসহ মোট তিনজনের তিনটি মোটরসাইকেল লুটে নেয় ডাকাতদল।

স্থানীয়রা জানান, টানা প্রায় দেড় ঘণ্টা সময় ধরে ডাকাতদল লোকজনকে মারধর করে মালামাল লুটে নিলেও পুলিশ অথবা অন্য কোনো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায়নি।

মাধবপুর-চুনারুঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম সালিমুল হক ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।