জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে ভারতীয় ৫০ বস্তা চিনির ট্রাক সহ ১জন,৭ বস্তা চা-পাতা সহ একটি পিকআপ ও তিনটি গরু আটক করা হয়।
৫০ বস্তা ভারতীয় চিনির গাড়ি সহ আটক হওয়া ব্যাক্তির নাম কামরুল ইসলাম (৩১)। সে উপজেলার ৬ নং চিকনাগোল ইউনিয়নের অন্তর্ভুক্ত পশ্চিম ঠাঁকুরের মাটি এলাকার মৃত মো হোসেন আলির পুত্র।
মঙ্গলবার ভোর ৪ টায় টক গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় উপ-পুলিশ পরিদর্শক(এসআই) শংকর চন্দ্র দেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান পরিচালনা করে কবরস্থানের নিকট পাঁকা রাস্তার উপর হলুদ রংয়ের ট্রাক (ফরিদপুর-দ-১১-০১৯১) তল্লাশী করে ৫০ বস্তা চিনি সহ ১জন কে আটক করা হয়।এসময় ট্রাক চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও চেরাকারবারী কামরুলকে আটক করে পুলিশ।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কামরুল জানায় চিনিগুলো গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকার নলজুরী থেকে নিয়ে আসা হয়েছিল বলে পুলিশে কে জানায়।
এছাড়া অপর আরকেটি অভিযানে জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) লুৎফর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স দরবস্ত ইউনিয়নের করগ্রাম এলাকায় হতে স্হানীয়দের সহায়তায় ৭ বস্তা ভারতীয় চা-পাতা সহ একটি পিকআপ আটক করা হয়। এছাড়া দিনের অপর আরেক অভিযানে ভারত থেকে পাঁচার হওয়া মালিক বিহীন অবস্থায় তিনটি ভারতীয় বাচ্ছা গরু আটক করে পুলিশ।
জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান পৃথক তিনটি অভিযানের কথা নিশ্চিত জানান পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। আটক কামরুল ইসলামকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়। তাদের অভিযান চলমান আছে।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com