১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

add

বন্ধুর বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না শরীফের

todaysylhet.com
প্রকাশিত ১৭ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২৪ ১৮:৩৭:৪৪
বন্ধুর বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না শরীফের

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. শরীফ উদ্দিন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শরীফ উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত লামা শ্যামপুর পাটওয়া গ্রামের আব্দুস শুক্কুরের ছেলে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে একই ইউনিয়নের হেমু ভাটপাড়া এলাকার লুদাই হাজীর ছেলে তার সহপাঠী হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ইসমাইলের বিষয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাড়ী ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সিলেট তামাবিল মহাসড়কের হরিপুর ৭ নং কূপ এলাকায় পৌছা মাত্র একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হলে বাইকের পিছনে বসা শরীফ উদ্দিন ছিটকে পড়েন। এসময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে চাঁপা দিলে গুরুতর আহত হয় তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বদরুজ্জামান জানান, বিষটি তামাবিল হাইওয়ে পুলিশ দেখছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।