
টুডে সিলেট ডেস্ক :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। কৃষকদের কাছ থেকে প্রতি মণ ১৩২০ টাকা দরে ১৮১ মেট্রিক টন ধান ক্রয় করা হবে, যা চলবে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
কৃষকদের সুবিধার্থে খাদ্য গুদামে সরাসরি ধান বিক্রির সুযোগ রয়েছে। তবে কিছু কৃষক খোলা বাজারে ধান বিক্রির প্রতি আগ্রহী হলেও অনেকেই সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করছেন। কৃষক ছাইব উল্লাহ জানান, বাজারে বর্তমানে প্রতি মণ ধান ১৩০০ থেকে ১৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
তিনি বলেন, সরকারি ভাবে একসাথে টাকা পাওয়া যায়, তাই অনেক কৃষক গুদামে ধান বিক্রি করছে। তবে সার ও কীটনাশকের মূল্য বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়েছে। এজন্য সরকারি ধানের মূল্য আরও বাড়ানো উচিত।
শায়েস্তাগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম কুমার তালুকদার জানিয়েছেন, সরকারি ধান ক্রয় কার্যক্রমের আওতায় কৃষকরা তাদের ধান সরবরাহ করলে সুবিধাজনক সময়ে মূল্য পরিশোধ করা হবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম বলেন, শায়েস্তাগঞ্জ খাদ্য গুদামে প্রতি কেজি ৩৩ টাকা দরে ১৮১ মেট্রিক টন ধান সংগ্রহ কার্যক্রম আগামী ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চালু থাকবে।
কৃষকদের দাবি, উৎপাদন ব্যয় বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে সরকার যেন ধানের মূল্য পুনর্নির্ধারণ করে।