নিজস্ব প্রতিবেদক :: নগরের লালবাজার এলাকার হোটেল আল-জালাল থেকে এক নারীসহ আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। আজমল হোসেন সেলিম নামের ওই নেতা কোম্পানীগঞ্জ দক্ষিণ রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
জানা যায়, তিনি পরকীয়া প্রেমিকা নিয়ে হোটেল আল-জালালের কক্ষ ভাড়া করে অসামাজিক কার্যকলাকে লিপ্ত ছিলেন। মঙ্গলবার বিকাল ৩টার দিকে পুলিশ ওই নারীসহ তাকে আটক করে।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন- মঙ্গলবার বিকাল তিনটার দিকে তাদের আটক করা হয়েছে। পুলিশ তাদের থানায় নিয়ে আসছে। পরে বিস্তারিত বলতে পারবো।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com