সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের ৫টি বিওপির টহলদল সীমান্ত এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড়, কসমেটিক্স, মদ, চিনি, গরু, সুপারি, জিরা, কম্বল এবং কয়লা আটক করেছে। আটককৃত পণ্যের মূল্য- প্রায় অর্ধকোটি টাকা।
বিজিবি জানান, সুনামগঞ্জের নারায়নতলা বিওপির জেসিও নায়েব সুবেদার মো. আব্দুল মান্নান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গত ১৮ই ডিসেম্বর পৃথক দুইটি অভিযান চালিয়ে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের কামারভিটা ও শহীদ মিনার এলাকা থেকে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় সিঙ্গানিয়া ফ্যাব্রিক এর থান কাপড়, কসমেটিক্স এবং মদ আটক করে। যার সিজার মূল্য ৪০ লক্ষ ২৫ হাজার টাকা।
অপরদিকে একই দিনে চিনাকান্দি বিওপির টহলদল চিনি ও সুপারি, চারাগাঁও বিওপি টহলদল কয়লা, বনগাঁও বিওপির টহলদল জিরা, লাউরগড় বিওপির টহলদল গরু এবং ভুলুরা বিওপির টহলদল কম্বল আটক করে। যার সিজার মূল্য- ৫ লক্ষ ১০ হাজার ১৫০টাকা।
এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, আটককৃত থান কাপড়, কসমেটিক্স, চিনি, সুপারি, কম্বল, জিরা, গরু ও কয়লা শুল্ক কার্যালয় এবং মদ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, সীমান্তে কোনো অনিয়মকে ছাড় দেওয়া হবে না, কঠোরভাবে দমন করা হবে।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com