টুডে সিলেট ডেস্ক :: নাট্যয়ান সিলেটের সাবেক সহ সভাপতি ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাবেক পরিচালক অভিনেত্রী রওশনা আরা মনির রুনার প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সিলেট ভিজ্যুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সিলেট ভিজ্যুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ও সিলেটি নাটকের অভিনেতা সাহেদ মোশারফ কটাই মিয়ার সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক সুহেল আহমদ খানের পরিচালনায় দোয়া পূর্বে মরহুমার স্মৃতি চারন করেন, প্রযোজক শাহদাৎ হোসেন লোলন, নাট্যালোক সিলেট এর সভাপতি আফজাল হোসেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটর সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছ আহমেদ তন্ময় , অভিনয় শিল্পী কামরুল চৌধুরী, জয়নাল আবেদীন পলাশ, শিপন আহমদ, শাহেদ আহমদ শান্ত, আকরাম আহমদ,সুমন রায়, কবি আলাউদ্দিন,এইচ,এম আয়নূল, লোকমান আলী, মোঃ কামাল,শামিম আহমদ বাদশা,লিমন আহমদ,রমজান আলী, ফাহিম আহমদ,তারেক আহমদ,রুবেল আহমদ, ওলিউর রহমান,হাফিজ আহমদ, সোনিয়া আক্তার,বুশরা প্রমূখ।
মোনাজাত পরিচালনা করেন ক্বারী হাফেজ মাওলানা মুফতি জাকারিয়া।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com