নবীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর গ্রামে দুইপক্ষের উভয় সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। বুধবার সকালে পৌর এলাকার সালামতপুর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বোরো জমির পানি নেওয়াকে কেন্দ্র করে পৌর এলাকার সালামতপুর গ্রামের সমচু মিয়ার পুত্র ফয়সল মিয়া ও মৃত্যু ছালিম মোল্লার পুত্র সায়েদ আলীর বিরোধ চলে আসছে। এরই জের ধরে ফয়সল মিয়া ও সায়েদ আলীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে লাটি, পাইপ, পিকল নিক্ষেপ করা হয়।সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়।
আহতরা হলেন-সালামতপুর গ্রামের সালিম উল্লার পুত্র সায়েদ আলী (৩৫), মৃত ফরিন মিয়ার পুত্র মোজফর মিয়া (৫৫), একই গ্রামের সমচু মিয়া পুত্র ফয়সল মিয়া (৩২), মকাম উল্লার পুত্র সাবু মিয়া (৫০), কুরুষ মিয়ার পুত্র আরিফ মিয়া (২০), কামরুল মিয়া (২২) সাবু মিয়ার পুত্র তোফায়েল মিয়া (২০) ইসলাম উদ্দিনের পুত্র শুভ আহমেদ (২২) সহ আরো অনেকে আহত হয়েছেন। এর মধ্যে ফয়সাল মিয়া (৩২) ও মোজফর মিয়া (৫৫) এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কালাম হোসেন পিপিএম নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
উল্লেখ্য, এর আগে গত রবিবারে বোর জমির পানি নেওয়াকে কেন্দ্র করে দুপক্ষে মধ্যে মারামারি হয়েছিল।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com