৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

add

ভয় পেয়ে বলিউড ছাড়তে চেয়েছিলেন হৃতিক

Mohsin Roni
প্রকাশিত ১৫ জানুয়ারি, বুধবার, ২০২৫ ২১:৩৮:৫১
ভয় পেয়ে বলিউড ছাড়তে চেয়েছিলেন হৃতিক

ডেস্কঃ ‘কাহো না পেয়ার হ্যায়’ সিনেমা দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন হৃতিক রোশন। দর্শকরা তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন, বলা চলে রাতারাতি জাতীয় ক্রাশ হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু এই জনপ্রিয়তাই যে রোশন পরিবারের সদস্যদের কপালে চিন্তার ভাঁজ ফেলবে, তা হয়তো বিন্দুমাত্র টের পাননি তারা। ঠিক কী হয়েছিল?

সম্প্রতি বলিউড হাঙ্গামার সঙ্গে একটি কথোপকথনে রাকেশ বলেছিলেন, প্রথম সিনেমাতেই হৃতিকের জনপ্রিয়তা তাকে বিপদের দিকে ফেলে দিয়েছিল। ‘কাহো না পেয়ার হ্যায়’ হিট হওয়ার পরেই একের পর এক ফোন আসতে শুরু করে আন্ডারওয়ার্ল্ড থেকে। হৃতিককে দিয়ে ছবি তৈরি করার প্রস্তাব দেয় তারা, কিন্তু সেই প্রস্তাব আমি প্রত্যাখ্যান করে দিই।

রাকেশ বলেন, আমি ওদের এমন কোনও ইঙ্গিত দিইনি, যাতে ওরা এই দাবী করতে পারে। হৃতিকের কোনও ডেট ফাঁকা নেই, এই কথাই বলেছিলাম আমি। তখন ওরা অন্য প্রযোজকদের দিয়ে সিনেমা তৈরি করার কথা বলে যা আমি নাকচ করে দিই। এই কথোপকথনের পর আমাদের সাথে ঘটে যায় একটি দুর্ঘটনা।

রাকেশ রোশন বলেন, এক সপ্তাহের পরেই ঘটে সেই ঘটনাটি। হঠাৎ করেই আমার উপর গুলি চালানো হয়। একবার নয়, দু দু’বার। কিন্তু ভগবানের আশীর্বাদে আমি বেঁচে গিয়েছিলাম। নিজেই হাসপাতালে ভর্তি হয়েছিলাম আমি। আমার ওপর এই হামলার পর হৃতিক বলিউড ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সবকিছুর জন্য নিজেকেই দায়ী করছিল ও। অনেক বুঝিয়ে আবার ওকে ফিরিয়ে আনি আমি।