৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

add

মাধবপুরে আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছে কৃষকরা

Mohsin Roni
প্রকাশিত ১৫ জানুয়ারি, বুধবার, ২০২৫ ২১:২৫:০৪
মাধবপুরে আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছে কৃষকরা

মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলা ১১টি ইউনিয়নে আমন ধান চাষে কোমর বেঁধে মাঠে নেমেছে কৃষক। জমি তৈরি, চাষাবাদ আর জমিতে চারা রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

এরই মধ্য সেচের পানি দিয়ে কৃষকরা আমন ধানের আবাদ শুরু করেছেন। কখনও রোদ আবার কখনও ঘনকুয়াশা উপেক্ষা করে উপজেলার কৃষকরা আমন ধানের চারা রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন।আমন চাষকে ঘিরে মাঠে মাঠে যেন এখন উৎসব শুরু হয়েছে।

সরজমিনে দেখা যায়, কৃষকরা তাদের জমিতে আমন ধানের চারা রোপণ নিয়ে সকাল-সন্ধ্যা ব্যস্ত সময় পার করছেন। কৃষক জামাল মিয়া জানান এবছর আমরা আমন ধানের চারা হিসেবে বন্ধবন্ধু-১০০, ৮৮, ৮৯ ও ২৮ ধানের চারা রোপণ করছি।আশা করি ভালো ফলন হবে।

কেউ জমির আইলে কোদাল দিয়ে কোপাচ্ছেন। কোথাও কোথাও মাঠ সমান করার জন্য শ্যালোইঞ্জিন চালিত পাওয়ার টিলার দিয়ে চলছে মইয়ের কাজ। কোনো কোনো স্থানে পাওয়ার টিলার ছাড়াও কৃষকরা নিজেই মই টেনে জমি সমান করার দৃশ্য দেখা গেছে।

আবার কোথাও আমন ধান রোপণের জন্য বীজতলা থেকে তোলা হচ্ছে ধানের চারা। কেউ আবার জৈব সার জমিতে দিতে ব্যস্ত হয়ে পড়েছেন। অনেকে তৈরি জমিতে বৃষ্টির পানি দিয়ে ভিজিয়ে রাখছেন। রোদের গরমে কৃষকদের শরীর থেকে বইছে ঘাম, মাথায় বেঁধে রেখেছেন গামছা।

মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে কয়েকজন কৃষক জানান, আমাদের এলাকার জমিগুলোতে বছরে দুই থেকে তিন ধরনের ফসল আবাদ হয়ে থাকে।

মাধবপুর উপজেলা কৃষি অফিসার সুদীপ সরকার বলেন, মাধবপুর উপজেলায় আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা রয়েছে ১২হাজার হেক্টর জমি।পিস্তলা ৫৯৪ হেক্টর ধান চাষে লক্ষ্যমাত্রা অর্জন করা সক্ষম হবো।উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩৩,৩৬০ মেট্রিকটন চাউল। তবে আশা করছি লক্ষ্যমাত্রা অতিক্রম করবে।

তিনি আরও বলেন, আমরা প্রতিদিন কৃষকের ধান চাষে কৃষকদের সব ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি এবং এবছর বিভিন্ন ইউনিয়নে ৩শ জন কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।