৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

add

১নং কলকলিয়া ইউ/পি সমাজ কল্যাণ সংস্থার কমিটি গঠন

todaysylhet.com
প্রকাশিত ২৬ জানুয়ারি, রবিবার, ২০২৫ ২১:১৫:৪৭
১নং কলকলিয়া ইউ/পি সমাজ কল্যাণ সংস্থার কমিটি গঠন

টুডে সিলেট ডেস্ক :: ১নং কলকলিয়া ইউ/পি সমাজ কল্যাণ সংস্থার ২১ সদস্য বিশিষ্ট ২য় কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) ১নং কলকলিয়া ইউ/পি সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে রেজাউল হক জিয়াকে উপদেষ্টা মন্ডলী সদস্য, সাহেদ হুসেন রাসেলকে সভাপতি এবং আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

 

কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি ফয়সল ফাহিল আহমদ, মসিক আহমেদ, রুহুল আমিন, রেদোয়ান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসাইন, হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক, রাহিম, রুমান, অর্থ সম্পাদক মো. ইফতেকার হোসেন (সবুজ, সহ অর্থ সম্পাদক সুহেল মিয়া, সালাতুল ইসলাম, দপ্তর সম্পাদক রাকিব, সমাজ কল্যাণ সম্পাদক মিজু আহমেদ, শিব্বির, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাজু মিয়া, সিহাব আহমেদ, ক্রীড়া সম্পাদক আবিদ, জাহাঙ্গীর, সদস্য জুয়েল, জুবায়ের, আক্তার, সুমন, তানিম, রুহল চৌধুরী, তপু, লিমন, সম্মানিত সদস্য রিমন, আফজাল, কানন, শিপন, হেলাল, সাদিকুর, খালেদ, উত্তম, আলি হোসেন।

 

 

উল্লেখ্য, এর আগে রেজাউল হক জিয়াকে সভাপতি ও সাহেদ হোসাইন রাসেলকে সাধারণ সম্পাদক করে ২০১২ সালের ১২ ডিসেম্বর প্রথম প্রতিষ্ঠাকালীন কমিটি গঠন করা হয়েছিলো। প্রতিষ্ঠাকালীন কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন, আব্দুর রাজ্জাক, ফয়সল আমেদ ফাইল, সুহেল মিয়া, রুহুল আমিন, মো. ইফতেকার হোসেন (সবুজ), জহিরুল আহমাদ জুয়েল, সানোওয়ার হোসাইন, রাহিম, রেদুওয়ান চৌধুরী।