নিজস্ব প্রতিবেদক :: সিলেট গোয়াইনঘাট উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে বাবুল মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। বাবুল উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের সুন্দ্রাগাঁও গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে গোয়াইনঘাট সালুটিকর তদন্ত কেন্দ্রের এসআই মো. দিদারুল আলম খান সিলেটভিউকে বলেন, এ ঘটনায় আটক ৩ জনকে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে। মামলা হলে তাদেরকে গ্রেফতার দেখানো হবে। নিহতের ময়নাতদন্ত শেষে আজ রাতে তার লাশ দাফন করা হয়।
আটককৃতরা হলো, উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের সুন্দ্রাগাঁও গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে মো. সামছু মিয়া ও মো. রহিম মিয়া, একই গ্রামের আফতাব আলীর ছেলে মো. আবুল হোসেন।
এরআগে গতকাল বৃহস্পতিবার সুন্দ্রাগাঁও গ্রামে পারিবারিক কবরস্থান ও বাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে বাবুল মিয়া ও একই গ্রামের আব্দুল রহিমের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে বাবুল মিয়াসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় বাবুল মারা যান।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ সিলেটভিউকে বলেন, পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ ও জরিপের বিরোধে দু'পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত বাবুল মিয়া চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com