টুডে সিলেট ডেস্ক :: শুরু হয়েছে বাঙালির প্রাণের মেলা ‘অমর একুশে বইমেলা’। প্রতিবারের মতো এবার পাঠক-লেখক সমাবেশে মুখর হয়ে উঠতে শুরু করেছেবাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গন। এবারের মেলায় বিশেষভাবে নজর কেড়েছে ডাস্টবিন। কারণে বইমেলার গেটে রাখা ডাস্টবিনে আঁকা হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনার গ্রাফিতি।
শনিবার (০১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সেই ডাস্টবিনের ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘একুশে বইমেলার প্রথম দিনে ডাস্টবিনে ময়লা ফেলার সময়।’
মুহূর্তেই তার পোস্টটি ভাইরাল হয়ে যায়। সবাই কমেন্ট করতে থাকেন শেখ হাসিনাকে নিয়ে। শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে বইমেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে মেলা প্রাঙ্গনে এসেছিলেন প্রেস সচিব শফিকুল আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্টল পরিদর্শনের সময় তাকে শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিনে টিস্যু পেপার ফেলতে দেখা যায়।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com