নিজস্ব প্রতিবেদক :: শুরু হয়েছে বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি। বাঙালির রক্তঝরা গৌরবের এই মাসকে সিলেটে বর্ণমালা মিছিলের মাধ্যমে বরণ করে নেয়া হয়েছে। ভাষার মাস বরণে শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে সিলেটে এই বর্ণমালা মিছিলের আয়োজন করে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট।
সকাল ১০ টায় নগরের চাঁদনীঘাট এলাকার সারদা হল প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এরপর শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিছিলে বিভিন্ন বাংলা বর্ণমালা হাতে নিয়ে অংশ নেন শিশু কিশোর, নাট্যকর্মীসহ বিভিন্ন শেণীর লোক। এসময় তারা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারিসহ বিভিন্ন দেশাত্ববোধক গান গেয়ে সড়ক প্রদক্ষিণ করেন।
শহীদ মিনারে গিয়ে মিছিল শেষে গান ও নৃত্য পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
বর্ণমালার মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, শিল্পকলা একাডেমির সদস্য শামসুল বাসিত শেরো, জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, পরিচালক অর্ধেন্দু দাশ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ প্রমুখ।
বর্ণমালার মিছিল নিয়ে আয়োজকরা বলেন, সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট বিগত ৪০ বছর ধরে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নাট্য ও সাংস্কৃতিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভাষার মাসকে বরণ করতে বর্ণমালার মিছিলটি তাদের নাট্য ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম কর্মসূচি। যা প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে। ভাষা আন্দোলনের আদর্শ ও চেতনায় তরুণ ও নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে নাট্য পরিষদ প্রতিশ্রুতিবদ্ধ।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com