নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর জিন্দাবাজারস্থ আল-হামরা শপিং সিটির ৪র্থ তলার নুরানী জুয়েলার্স থেকে লুন্ঠিত ২৫০ ভরি স্বর্ণের কিয়দংশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতারও করা হয়েছে।
শুক্রবার কুমিল্লা জেলার মুরাদনগর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই স্বর্ণ উদ্ধার ও আসামীদের গ্রেফতার হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার (অতিরিক্ত উপ-কমিশনার) মোহাম্মদ সাইফুল ইসলাম।
শুক্রবার সকালে মুরাদনগর থানার নেয়ামতপুর এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে ওছেক মিয়া ওরফে ওয়াছেক ওরফে আলমগীরকে (২৫) গ্রেফতার করা হয়।
ওছেকের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার কুমিল্লা জেলার হোমনা থানাধীন হোমনা বাজার হতে হোমনা গোপাল জিউর আখড়া মন্দির মার্কেটের রাজমাতা স্বর্ণ শিল্পালয়ের সোহেল দেবনাথ (৪২) ও হোমনা থানার শ্রীমতি পূর্বপাড়ার মৃত সোনা মিয়া সিকদারের ছেলে আবুল হোসেনকে (৫৩) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তিনজনের কাছ থেকে নুরানী জুয়েলার্স থেকে লুন্ঠিত ৫ ভরি ১২ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি রাত ৯টা হতে ৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে জিন্দাবাজার আল-হামরা শপিং সিটির ৪র্থ তলার নূরানী জুয়েলার্সে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়। চোরেরা দোকান থেকে ২৫০ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয় বলে দাবি করেন জুয়েলার্সের স্বত্তাধিকারী দেওয়ান জাভেদ চৌধুরী।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com