টুডে সিলেট ডেস্ক :: সিলেট সরকারি উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী সৈয়দ তাহসিন বকসকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার দাবিতে এবং অপহরনকারীদের গ্রেফতার করে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সিলেটের লাক্কাতুরা সিলেট সরকারি উচ্চবিদ্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
এসময় বক্তারা বলেন, সৈয়দ তাহসিন বকসকে অপহরণে জড়িতদের দ্রুত আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি দাবি জানান। পাশাপাশি আন্দোলনকারীরা বিমানবন্দর থানাপুলিশকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। এয়ারপোর্ট থানাপুলিশের কাছে হারানোর সাধারণ ডায়েরি হয়েছে সেটা তদন্ত করে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান।
স্টুডেন্ট অর্গানাইজেশনে সিলেটের সভাপতি তরিকুল ইসলাম আহসান সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম মহাসচিব ইমন আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট স্টুটেন্ট অর্গানাইজেশনের উপদেষ্টা মো. রেজাউল হক (এলএলএম), সিলেট স্টুটেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তরিকুল ইসলাম হাসান, সিলেট সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী জাওয়াদুর রহমান মাহদী, স্টুডেন্ট অর্গানাইজেশনে সিলেটের যুগ্ম মহাসচিব মুহাইমিনুল ইসলাম আরাফ, ভাইস চেয়ারম্যান শাহান আলী তারিফ, শিক্ষার্থী সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় দেওয়ান ফাহমিদ বকস প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন স্টুডেন্ট অর্গানাইজেশনে সিলেটের সকল শিক্ষার্থী ও সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ২৭ জানুয়ারি সিলেট সরকারি উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী সৈয়দ তাহসিন বকসকে স্কুল ছুটির পর স্কুলের প্রধান ফটক থেকে তাকে অপহরণ করা হয়।
Editor-in-Chief and Publisher: Mohammed Imran Ali, Executive Editor: Ahmed Ferdous Shakar, News Editor: Ahia Ahmed. E-mail: news.todaysylhet24@gimal.com
www.todaysylhet.com