৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

add

সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ৩

todaysylhet.com
প্রকাশিত ০৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার, ২০২৫ ১৩:৫৪:০২
সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ৩

ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরের পল্লী এলাকা মাদারবাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা উপজেলার বিভিন্ন স্থান থেকে জড়ো হয়ে একটি মিছিল বের করে। রোববার রাত সোয়া ৮টার দিকে তারা এ মিছিলের আয়োজন করে। মিছিলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়। এ ঘটনার পর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হলে পুলিশ উপজেলার বিভিন্ন স্থান থেকে ৩ জনকে গ্রেফতার করেছে।

জানা যায়, রাত সোয়া ৮টার দিকে মাদারবাজারে উপজেলার বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে নবগ্রাম হাজি মো. ছাইম উচ্চ বিদ্যালয় এর সম্মুখ থেকে একটি মিছিলের আয়োজন করে। এসময় নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে শ্লোগান দিয়ে বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে।

গত সপ্তাহে যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতৃবৃন্দের সহায়তায় স্থানীয় মাদারবাজারে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র হিসেবে যে কম্বল বিতরণ করা হয়, তাতে লেখা থাকে ‘জয় বাংলা’ শ্লোগান। বর্তমান জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের গ্রামের বাড়ি উসমানপুর ইউনিয়নে। নাজমুল ইসলামের বড় ভাই স্বেচ্ছাসেবক লীগ নেতা ওয়ালী উল্লাহ বদরুল উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। রাজনৈতিক মহলের দাবী, জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল ও প্রবাসী আওয়ামীলীগ নেতৃবৃন্দের সহযোগিতায় উছমানপুর ইউনিয়নে ছাত্রলীগ সংগঠিত হয়ে মিছিলের আয়োজন করতে সক্ষম হয়েছে।

এদিকে, মাদারবাজারে ছাত্রলীগের মিছিলের পর ওসমানীনগর থানায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা কর্মীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৩জনকে গ্রেফতার করেছে। কিন্তু মিছিলে যারা ছিল তাদের গ্রেফতার করা হয়নি বলে জানান স্থানীয় লোকজন।

সিলেট জেলা সহকারী পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ৩জনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।